• ব্যাগে বন্দুক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য? মমতা ব্যানার্জির পাড়া থেকে আটক এক...
    আজকাল | ১১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হইচই কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এক ব্যক্তি গিয়েছিলেন তাঁর পাড়ায়। কিন্তু অবাক করা কাণ্ড, ওই ব্যক্তির ব্যাগে ছিল এয়ারগান-গুলি। আর সেই ঘটনাতেই বৃহস্পতিবার রাতে উত্তাল পরিস্থিতি।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। বয়স ৫১। সল্টলেকের সিএ ব্লকের বাসিন্দা ওই ব্যক্তি। তথ্য, দেবাঞ্জন একটি স্কুলের শিক্ষক। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন জেরাতে, সূত্রের খবর তেমনটাই। 

    কিন্তু ব্যাগে কেন এয়ারগান-গুলি?

    জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ব্যক্তি জানিয়েছেন, তিনি শ্রীরামপুর রাইফেলস ক্লাবের সদস্য। ফলে ওই এয়ারগান তাঁর সঙ্গেই থাকে। দেবাঞ্জন লেফটেন্যান্ট নীহাররঞ্জন চ্যাটার্জির ছেলে বলেও জানা গিয়েছে। তথ্য, তিনি জেরায় জানিয়েছেন, তাঁর বেশকিছু বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি সেসব কথাই বলতে চেয়েছিলেন। একইসঙ্গে ব্যক্তি জানিয়েছেন, তাঁর সঙ্গে কেউ খারাপ আচরণ করেননি, তবে ঘণ্টাখানেক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার রাতেই দেবাঞ্জনকে ছেড়ে দেওয়া হয়।

    দেবাঞ্জনকে মুখ্যমন্ত্রীর পাড়া তথা হাই সিকিউরিটি জোনে ইতস্তত পাড়ায় ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ জাগে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের। তার পরেই আটক করা হয় তাঁকে। মুখ্যমন্ত্রীর পাড়ায় ইতস্তত ঘোরাঘুরি, সঙ্গে ব্যাগের ভিতরে থাকা এয়ারগান। সব মিলিয়ে প্রশ্ন বাড়ে। প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও।

    ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁকে আটক করে, নিয়ে যান কালীঘাট থানায়। সেখানেই জিজ্ঞাসাবাদে তিনি জানান সমস্ত কিছু। দেখান এয়ারগানের বৈধ কাগজও। তবে জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। 
  • Link to this news (আজকাল)