• আজও বৃষ্টি হবে কলকাতায়, পূর্বাভাস হাওয়া অফিসের
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • কলকাতা, ১১ অক্টোবর : অবশেষে বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আগামী তিন-চারদিনের মধ্যে দেশের আরও কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবারও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতাবাসীর। এদিন শহরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দমকা ঝোড়া হাওয়া।

    পূর্বাভাসে বলা হয়েছে, এদিন শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির কারণে গতকালের তাপমাত্রায় সামান্য পতন দেখা গিয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়া (-১)। গতকাল ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭২.৯ মিলিমিটার।

    পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার স্বাভাবিক দিন হল ১০ অক্টোবর। স্বাভাবিক নিয়মে এই প্রক্রিয়া ১৫ অক্টোবর পর্যন্ত চলার কথা। এবার রাজ্যে স্বাভাবিক সময়ের কয়েকদিন পর বর্ষা বিদায় শুরু হচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত থাকার জন্য মূলত বর্ষার বিদায়ে কিছুটা দেরি হল। ঘূর্ণাবর্তটি এবার সরে যাবে। তবে আজ শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
  • Link to this news (বর্তমান)