• দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ‘ধর্ষণ’, পুলিশের স্ক্যানারে তরুণীর সহপাঠী
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। খাবার খেতে সহপাঠীর সঙ্গে বেরিয়ে কলেজ চত্বরের কাছে নির্জন জঙ্গলে তাঁকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ভর্তি। সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

    ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। দুর্গাপুরের বেসরকারি কলেজের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। কলেজের হস্টেলে থাকেন তিনি। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় জঙ্গলে তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবা বলেন, “রাত ১০টা নাগাদ ওর বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে চলে আসি তাড়াতাড়ি। সাড়ে ৯টা নাগাদ একটা ছেলে খাবার খেতে আমার মেয়েকে গেটের কাছে নিয়ে গিয়েছিল। ২-৩ জন চলে আসে। ছেলেটা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় একজন আমার মেয়েকে ধর্ষণ করেছে। মোবাইল কেড়ে নেয়। ৩ হাজার টাকা দাবি করে। দিতে পারেনি। পরে ছেলেটা আবার ঘটনাস্থলে ফিরে আসে। সেই সময় ৪-৫ অপরিচিত যুবক ছিল। তাদের হাতে ৩০০ টাকা ছিল দিয়েছিল। রক্তে ভেসে যাচ্ছে মেয়ে। তখন মেয়েকে নিয়ে ওই ছেলেটা ফেরে।”

    এরপর ঘটনা জানাজানি হয়। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণী বর্তমানে হাসপাতালে ভর্তি। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই ঘটনার পরই প্রশ্নের মুখে বেসরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্যাতিতার বাবার দাবি, এই ঘটনার পরেও কলেজ কর্তৃপক্ষের তরফে হস্টেলে নিরাপত্তার ব্যবস্থা নেই। ইচ্ছাকৃতভাবে ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। নির্যাতিতার সহপাঠী এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলেই প্রাথমিকভাবে অনুমান নির্যাতিতার বাবার। নির্যাতিতার অন্যান্য সহপাঠীরা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা। পুলিশ সূত্রে খবর, ওই সহপাঠীকে রাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ছেড়ে দেওয়া হয়েছে যুবককে। যদিও শনিবার সকাল থেকে কলেজ চত্বরে আর ওই যুবকের দেখা পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)