• দেশরক্ষায় কাশ্মীরে শহিদ ২ বাঙালি জওয়ান, তুষারঝড়েও পিছু হটেননি কমান্ডো পলাশ- সুজয়
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
  • কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: দেবীর বোধন, ষষ্ঠীর সকাল। ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরে যান ভারতীয় সেনার প্যারা কমান্ডার পলাশ ঘোষ। ভাইকে এগিয়ে দিয়েছিলেন দাদা। তারপর কয়েকবার ফোনে কথা হয়েছে। কিন্তু বিশেষ সার্চ অপারেশনের সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল তাঁকে। অবশেষে শুক্রবার বাড়িতে খবর এল শহিদ হয়েছেন পলাশ। একা পলাশ নয়, তুষারঝড়ে হারিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বীরভূমের রাজনগর কুন্ডিরার নিন্মমধ্যবিত্ত পরিবারের সন্তান সুজয় ঘোষেরও। শেষবার দাদাকে ফোন করে অভিযানে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ। খবর আসে আর নেই সুজয়।

    বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিল বাংলার দুই প্যারা কমান্ডো। পলাশ ঘোষ(৩৮) ল্যান্স হাবিলদার ও সুজয় ঘোষ(২৮) ল্যান্স নায়েক হিসাবে কর্মরত ছিলেন। অভিযানের সময় তুষার ঝড়ের মধ্যে পড়ে প্যারা কমান্ডোদের দল। নিখোঁজ হয়ে যায় পলাশ ও সুজয়।

    দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত্ত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে ওই খবর পেয়ে ভেঙে পড়েছে পলাশ ঘোষের স্ত্রী-সহ পরিবার। পলাশের বাড়ি রয়েছে দুই কন্যা-সহ স্ত্রী ও বাবা-মা, দাদা। দাদা মৃগাঙ্ক ঘোষ জানিয়েছেন, “ষষ্ঠীর দিন বাড়ি থেকে টোটোতে ভাইকে এগিয়ে দিই। ভাই যে আর ফিরে আসবে না তা ভাবতেই পারিনি।”
  • Link to this news (প্রতিদিন)