সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কারের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। এখনও তা খোলেনি। তার জেরে বাড়ছে যানজট। ব্রিজের মুখে দাঁড়িয়ে একাধিক গাড়ি। অফিস টাইমে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।
বিদ্যাসাগর সেতুতে চলছে কেবল লাইনের কাজ। তার জেরে শনিবার সকাল ৯টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে বলে জানায় প্রশাসন। এদিন সকাল ৯টার পর থেকে গাড়ি নিয়ে আসতে শুরু করেন যাত্রীরা। কিন্তু তখনও তা খোলা হয়নি। লম্বা লাইন পড়ে যায় ব্রিজের মুখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সপ্তাহান্ত অর্থাৎ ১১ ও ১২ অক্টোবর আংশিক সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। শনি ও রবিবার সকাল এবং বিকেলের বেশ খানিকটা সময় এই সেতুতে যানবাহন চলবে না। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অর্থাৎ ১১ তারিখ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আর রবিবার, ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও যান চলবে না এই সেতু দিয়ে। তবে ঘুরপথে চলবে যানবাহন। এই সময় কোন পথ দিয়ে গাড়ি চলবে তা জানিয়েছে পুলিশ।