নকল সোনার বিস্কুটের বিনিময়ে প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বহরমপুরে। অভিযুক্তকে পাকড়াও করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগ, বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে টোটোয় চাপেন। টোটোতে থাকা মহিলা সহযাত্রীকে তিনি জানান, তাঁর কাছে একটি সোনার বিস্কুট রয়েছে। যুবক মহিলাকে বলেন, তাঁর গায়ের গয়নাগুলি দিয়ে দিলে তাঁকে ওই সোনার বিস্কুট তিনি দেবেন। অভিযুক্ত দাবি করেন, ঘরে তাঁর পুত্র অসুস্থ। চিকিৎসার জন্য টাকার দরকার। তাঁর কাছে থাকা সোনার বিস্কুট তিনি কোথায় বিক্রি করবেন জানেন না। সে কারণ বদলে নিতে চান।
বিষয়টি আঁচ করে স্থানীয় কয়েক জনকে জানান ওই মহিলা। হাতেনাতে যুবককে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। বহরমপুর পৌরসভার সামনে তাঁকে আটকে রাখা হয়। দেখা যায়, তার কাছে থাকা সোনার বিস্কুট নকল। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।