বেঙ্গালুরুতে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে আগুন! হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের তিন জনের
আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৫
বেঙ্গালুরুতে ঘরে আগুন লেগে গুরুতর জখম হয়েছিলেন মুর্শিদাবাদের সাত শ্রমিক। শুক্রবার সকালে অগ্নিদগ্ধ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই তিন জন হলেন, জাহিদ আলি (৩৫), মিনারুল শেখ (৩২) এবং তাজিবুল শেখ (৩১)। জখমদের এখন বেঙ্গালুরু সিটি মার্কেট এলাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই চার জনের অবস্থার অবনতি হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫), হাসান মণ্ডল (৪২), তাজিবুর শেখ (৩১), নুরজামাল শেখ (২০), শাফিজুল শেখ (৩৫) এবং জাহিদ আলি (৩২)। তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। মৃত জাহিদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুর গ্রামে। বাকি ছ’জন পরিযায়ী শ্রমিকের বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীরতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে হাসান মণ্ডল নামে স্থানীয় এক ঠিকাদারের অধীনে কাজ করার জন্য মুর্শিদাবাদ থেকে বেশ কয়েক জন বেঙ্গালুরুর বিরডি এলাকায় গিয়েছিলেন। সেখানে বহুতল নির্মাণের কাজ করছিলেন তাঁরা। সেই বহুতলের পাশেই একটি ছোট ঘর তৈরি করে মুর্শিদাবাদ থেকে যাওয়া ওই শ্রমিকেরা থাকতেন। বেঙ্গালুরুতে কর্মরত মুর্শিদাবাদের তারিক আজিজ বলেন, ‘‘বিরডি এলাকায় যে ঘরে আমাদের জেলার সাত জন শ্রমিকেরা থাকছিলেন, সোমবার গভীর রাতে সেখানে আগুন লেগে যায়। আমাদের জেলার শ্রমিকেরা গভীর ঘুমে থাকায় তাঁরা ঘর থেকে বার হতে পারেননি। ঘুমের মধ্যেই পুড়ে যান তাঁরা।’’