• কালীপুজোয় শৃঙ্খলা রাখতে নির্দেশ বারাসত পুলিশের
    আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৫
  • বারাসতে কালীপুজোর দিনে আইনশৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশ ঘোষণা করল বারাসত পুলিশ জেলা। শুক্রবার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করে পুলিশ।

    কালীপুজোর রাতে বারাসত শহরে দর্শকের ভিড় ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জানিয়েছে, ২০ থেকে ২৩ অক্টোবর এ বারেও দুপুর দুটোর পর থেকে জাতীয় সড়ক ‘নো এন্ট্রি’ করে দেওয়া হবে। জাগুলি মোড় থেকে কলকাতামুখী দূরপাল্লার বাস এবং কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাস কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরানো হবে।

    আইনশৃঙ্খলা বজায় রাখতে বাইরে থেকে বাহিনী আসবে। বারাসতের বাসিন্দাদের তাই বলা হয়েছে, বাইকের জন্য সচিত্র পরিচয়পত্র এবং গাড়ির জন্য পুলিশের থেকে পাস সংগ্রহ করতে। না হলে বাইরের পুলিশ স্থানীয় মানুষকে চিনতে পারবে না। মধ্যমগ্রামের যশোর রোডের আপনালয় হাউজিং, বাদু রোডের কাঞ্চনতলা, সোদপুর রোডের বাদামতলা, হাবরার চোঙদা মোড়, গুমা এবং আমডাঙার সন্তোষপুর মোড়-সহ ব্যারাকপুর রোডের নীলগঞ্জ ব্যাঙ্ক মোড়, টাকি রোডের কাচকল মোড় থেকে পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না।

    পুলিশের নির্দেশ, জাতীয় সড়কে তোরণ করা যাবে না, মণ্ডপের বাইরের গেটের সামনে মেলা বসানো যাবে না। প্রস্থানের গেট বড় রাখতে হবে। পর্যাপ্ত সি সি ক্যামেরাও রাখতে হবে।
  • Link to this news (আনন্দবাজার)