তুমুল বৃষ্টি কলকাতা, সল্টলেকে! ডুবে গিয়েছে বেশ কিছু রাস্তা, আরও বর্ষণের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৫
সকাল থেকে খটখটে রোদ। কিন্তু দুপুর গড়াতেই মেঘের ঘনঘটা। তার পরে মুষলধারে বৃষ্টি নামল কলকাতায়। আড়াইটে থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। একই অবস্থা সল্টলেকেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দুপুর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জল জমে গিয়েছে কলকাতার অনেক এলাকায়। সায়েন্স সিটির আশপাশ থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা জলমগ্ন। নাকাল পথচারী থেকে বাসযাত্রীরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ৩টে থেকে আগামী ৩ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার বিস্তীর্ণ অংশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ ছাড়াও কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেয় বর্ষা। কিন্তু চলতি মরসুমে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায় নেয়নি। আবহবিদেরা জানাচ্ছেন, আগামী কিছু দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন-চার দিন আবহাওয়া এমনই থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার পর ধীরে ধীরে এ বারের মতো বর্ষা বিদায় নেবে।