• শিক্ষাকর্মীদের নিয়োগের সময় নির্দিষ্ট করার দাবি চাকরিহারাদের
    আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৫
  • শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া কত দিনে শেষ হবে, তার নির্দিষ্ট সময়সীমা জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এমনই দাবি করলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা (গ্রুপ সি এবং গ্রুপ ডি)।

    বৃহস্পতিবার এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদের সংখ্যা ৫৪৮৮। আবেদন প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। আবেদনের পরে লিখিত পরীক্ষা হবে পরের বছর জানুয়ারি নাগাদ।

    চাকরিহারা শিক্ষাকর্মীদের দাবি, শুধু লিখিত পরীক্ষার সময়ই নয়, ইন্টারভিউ এবং মেধাতালিকা প্রকাশ করে কত দিনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তার সময়সীমা এসএসসি-কে জানাতে হবে। কারণ, তাঁরা গত এপ্রিল থেকে চাকরিহারা হওয়ায় বেতন বন্ধ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা যদি ফের নিয়োগ পান, তা হলেই তাঁদের আর্থিক দুরবস্থা কাটবে। তাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হওয়াও দরকার।

    ওই শিক্ষাকর্মীদের মতে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে। তা হলে তাঁদের নিয়োগই বা কেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে হবে না?

    এক চাকরিহারা গ্রুপ সি কর্মী অমিত মণ্ডল জানান, ২০১৬ সালে এসএসসি-তে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় ২০ লক্ষের মতো প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রায় দশ বছর নিয়োগ হয়নি। আমাদের কাছে যা তথ্য আছে, তাতে এ বার গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ২৫-৩০ লক্ষ আবেদন জমা পড়বে। এ দিকে গ্রুপ সি পদে শূন্যপদ দেওয়া হয়েছে ২৯৮৯ এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮। তিনি বলেন, ‘‘এত কঠিন প্রতিযোগিতার মধ্যে যোগ্য চাকরিহারারা ফের চাকরি পাবেন, সেই নিশ্চয়তা কোথায়? অথচ সরকার দুর্নীতি করেছে বলেই আমাদের ফের পরীক্ষা দিতে হচ্ছে। যোগ্য চাকরিহারারা এই বিপুল প্রতিযোগিতায় যদি চাকরি না পান, তাঁদের জন্য কী ব্যবস্থা করবে সরকার এসএসসির কাছে সেই উত্তর চাই।’’ শিক্ষাকর্মীদের মতে, স্কুলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রচুর পদ ফাঁকা। তা হলে এত কম শূন্যপদ কেন? তাঁদের দাবি, প্রক্রিয়া শুরুর আগে দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশকরতে হবে।

    শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, শিক্ষাকর্মীদের এই নিয়োগ প্রক্রিয়া কত দিনে শেষ হবে, সেটা এখন থেকে বলা সম্ভব নয়। শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কত তারিখের মধ্যে শেষ করতে হবে বলে দিয়েছিল সুপ্রিম কোর্টই। তাই ওই নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে। সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর। তার আগেই দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)