• ছাত্রমৃত্যুর ঘটনাস্থল দেখতে খড়্গপুর আইআইটিতে ফরেনসিক দলের দুই প্রতিনিধি
    আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৫
  • ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তে পরিদর্শনে এসেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে খড়গপুর আইআইটিতে থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।

    গত ২০ সেপ্টেম্বর, শনিবার দুপুর ২টো নাগাদ আইআইটির বি আর অম্বেডকর হল থেকে উদ্ধার হয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি-র ছাত্র হর্ষ কুমার পাণ্ডে (২৭)-র ঝুলন্ত দেহ। সেই ঘটনারই তদন্তেই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফ এস এল)-র দুই সদস্য ঘটনাস্থলে আসেন। ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ, আইআইটি-র লিয়াজ অফিসার গুণানন্দ ঝা এবং নিরাপত্তা আধিকারিকেরা। উপস্থিত ছিলেন, মৃতের বাবা মনোজ কুমার পাণ্ডে ও তাঁর পরিবারের সদস্যেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে।

    প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর, রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়না তদন্ত হয়েছিল হর্ষের। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিল পুলিশ। ম্যাজিস্ট্রেট ইনকুয়েস্টে ময়নাতদন্ত হয়। করা হয়েছিল ভিডিয়োগ্রাফিও। এই প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক বলেছিলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ ময়নাতদন্তের দিনে মৃতের বাবা জানিয়েছিলেন, ছেলের মৃত্যুতে তাঁর কোনও অভিযোগ নেই। শুক্রবার পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের পক্ষ থেকে বি আর অম্বেডকর হলের সিসি ক্যামেরা ফুটেজ ও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট চাওয়া হয়েছে। খড়গপুর পুরসভা থেকে এ দিন ছেলের মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করেছেন মনোজ।
  • Link to this news (আনন্দবাজার)