• দিল্লিতে আফগান মন্ত্রীর বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধার অভিযোগ, সাফাই কেন্দ্রের
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এ বার এই বির্তকে প্রথম প্রতিক্রিয়া দিল কেন্দ্র। শনিবার কেন্দ্র জানিয়েছে, দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে তাদের কোনও ভূমিকা ছিল না।

    ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই সাংবাদিক বৈঠকের জন্য নির্দিষ্ট কয়েকজনের কাছেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল মুম্বইয়ের আফগানিস্তানের কনসাল জেনারেলের পক্ষ থেকে। তিনি আপাতত দিল্লিতেই রয়েছেন আফগানিস্তান মন্ত্রীর ভারত সফরের জন্য।

    উল্লেখ্য, শুক্রবার দিল্লির চাণক্যপুরীতে হাতে গোনা কয়েকজন পুরুষ সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। অভিযোগ, সেখানে মহিলা কোনও সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন বহু সাংবাদিক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমও এক্স হ্যান্ডলে সরব হয়েছিলেন। তিনি বলেন, ‘এই ঘটনা জানার পরে আমি হতবাক। মহিলা সহকর্মীদের সঙ্গে এই ধরনের কোনও ঘটনা ঘটছে, তা জানার পরে পুরুষ সাংবাদিকদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যাওয়ার।’

    প্রসঙ্গত, শুক্রবার ছয় দিনের জন্য ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। ওই দিনেই তিনি দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তালিবানরা ফের আফগানিস্তানের ক্ষমতায় আসার পরে তাদের বিরুদ্ধে নারীদের অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে একাধিক অভিযোগ উঠেছিল।

  • Link to this news (এই সময়)