আজকাল ওয়েবডেস্ক: বিহারের খিজারসরাই এলাকায় এক অবিশ্বাস্য ও নৃশংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির জেরে এক মহিলা রাগের বশে নিজের স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে ফেলে এবং সেটির একটি অংশ গিলে ফেলে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিজারসরাই এলাকার বাসিন্দা ছোটে দাসের সঙ্গে তাঁর স্ত্রীর মধ্যে প্রথমে সামান্য ঝগড়া শুরু হয়। কিন্তু সেই ঝগড়া ধীরে ধীরে উত্তপ্ত তর্কে পরিণত হয়। স্বামী ঘুমিয়ে পড়তেই রাগে উন্মত্ত হয়ে স্ত্রী হঠাৎ স্বামীর জিভে কামড় বসান। কামড়ের ফলে ছোটে দাসের জিভের একটি অংশ ছিঁড়ে যায় এবং স্ত্রী সেটির অংশ গিলে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
জানা গেছে, ঝগড়ার পরে স্ত্রী স্বামীকে ফ্লুয়ড খাইয়ে অচৈতন্য করে জিভ কেটে নেয় এবং তা গিলে খেয়েও নেয়। আক্রান্ত স্বামী পুলিশকে জানান, স্ত্রীর মধ্যে অস্বাভাবিক শক্তি আছে। স্ত্রী নিরুদ্দেশ, পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার পরপরই ছোটে দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাঁকে খিজারসরাই কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে জিভে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাঁকে মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
খিজারসরাই সিএইচসির চিকিৎসক ডা. মীনা রাই জানান, “গতরাতে এক রোগী এসেছিলেন যার জিভ আংশিক কাটা অবস্থায় ছিল। পরে জানা যায়, তাঁর স্ত্রীই কামড়ে দিয়েছেন। ক্রমাগত রক্তপাত হচ্ছিল, তাই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মগধ মেডিক্যালে পাঠানো হয়।” এদিকে, স্থানীয়দের দাবি, আহত অবস্থাতেও দম্পতি হাসপাতাল পর্যন্ত একে অপরের সঙ্গে ঝগড়া চালিয়ে যান, যা উপস্থিত প্রত্যক্ষদর্শীদের হতবাক করে দেয়।
ঘটনা নিয়ে খিজারসরাই থানার ইনচার্জ রঞ্জন কুমার জানান, “এখনও পর্যন্ত থানায় এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি আমাদের নজরে আনুষ্ঠানিকভাবে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস আগে রাজস্থানের ঝালাওর জেলাতেও অনুরূপ এক ঘটনা ঘটেছিল। সেখানেও এক নারী রাগের বশে স্বামীর জিভ কামড়ে ফেলেছিলেন, ফলে স্বামী গুরুতর আহত হন। পরে ওই নারী নিজের কাজের জন্য অনুশোচনায় ভুগে ঘরে নিজেকে বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।
খিজারসরাইয়ের এই সাম্প্রতিক ঘটনা আবারও প্রশ্ন তুলেছে পারিবারিক সহিংসতা ও মানসিক অস্থিরতার ভয়াবহ মাত্রা নিয়ে, যা ক্রমেই সমাজে এক অস্বাভাবিক ও উদ্বেগজনক রূপ নিচ্ছে।