• বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য...
    আজকাল | ১১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিল্পাঞ্চল দুর্গাপুরে বেসরকারি এক মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    অভিযোগ, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে শোভাপুরের কাছে অবস্থিত ওই বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী ছাত্রীকে তুলে নিয়ে যায় একদল যুবক এবং পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ করা হয়।

    জানা গিয়েছে, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। শুক্রবার রাতে তিনি সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেই সময়ে খেতে বেরিয়েছিলেন তিনি। 

    সেই সময়ে হঠাৎই পাঁচজন যুবক এসে তাদের পথ আটকায়। অভিযোগ, জোর করে ওই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তারা এবং কলেজ সংলগ্ন এক নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

    ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল তল্লাশি শুরু করেছে।

    এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে প্রেমিক ও তাঁর দুই বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীতে রাত ৮টা নাগাদ বারুইপুর-শাসন বালক সংঘের ঠাকুর দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে আসে নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রীটি।

    মাস দেড়েক আগেই বারুইপুরের এক নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নির্যাতিতা পড়ুয়ার। তারপর একে অপরের ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। আর তারপর ফোনেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের ভরসায় অষ্টমীর রাতে বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে নির্যাতিতা ঠাকুর দেখবে বলে।

    তখন প্রেমিক ছাড়াও আরও একটি বাইকে প্রেমিকের দু’জন বন্ধু ছিল। সকলেই নাবালক।  বারুইপুর-শাসন বাইপাস থেকে সোজা বাইকে করে নির্যাতিতাকে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাই পাশে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে নির্যাতিতাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে উত্তেজনা বর্ধনকারী ওযুধ খাওয়ানো হয় বলে অভিযোগ।

    তারপর বেগমপুর কাটা খাল বাইপাস থেকে উত্তরে যাওয়ার রাস্তা থেকে ভিতরের দিকে একটি নির্জন গলিতে ঢুকে নির্যাতিতাকে ধর্ষণ করে তার প্রেমিক, এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই সময়কার ভিডিও তুলে নির্যাতিতা নাবালিকাকে ব্ল্যাকমেইল করে প্রেমিকের দুই বন্ধুও ধর্ষণ করে বলে অভিযোগ। 
  • Link to this news (আজকাল)