আইপিএসের আত্মহত্যার ঘটনায় অপসারিত রোহতকের পুলিশ সুপার
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
চণ্ডীগড়, ১১ অক্টোবর: উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পেশাগত ও জাতিগত হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছিলেন আইপিএস অফিসার ওয়াই পুরন কুমার। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করল হরিয়ানা সরকার। সিনিয়র এই পুলিশকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সুরিন্দর সিং ভোরিয়া। শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।এই ঘটনার এফআইআরে নাম রয়েছে হরিয়ানা পুলিশের শীর্ষ আধিকারিক শত্রুজিৎ সিং কাপুর ও রোহতক পুলিশের প্রধান নরেন্দ্র বিজারনিয়া সহ আরও অনেকের। আত্মহত্যার আগে একটি টাইপ করা ৮ পাতার সুইসাইড নোট লিখেছিলেন ওয়াই পুরন কুমার। সেখানে রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। চিঠিতে, রাজ্যের ১০ উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে তিনি জাত তুলে অপমান, পেশাগত হেনস্থা ও প্রশাসনিক নিপীড়নের অভিযোগ তুলেছেন পুরন কুমার। নানা টালবাহানার পর গতকাল আইপিএসের মৃত্যুর তদন্তে ছয় সদস্যের সিট গঠন করে হরিয়ানা পুলিশ। যার নেতৃত্বে চণ্ডীগড়ের আইজি পুষ্পেন্দ্র কুমার। এই বিশেষ তদন্তকারী নির্দিষ্ট সময়ের মধ্যেই ‘দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ’ তদন্ত করবে বলে আশ্বস্ত দেওয়া হয়েছে। এর ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির খাঁড়া নেমে এলো অভিযুক্ত এক পুলিশকর্তার ঘাড়ে।