• মাঝ আকাশে বিমানের উইন্ড শিল্ডে চিড়
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি, ১১ অক্টোবর : মাঝ আকাশে বিমানের উইন্ড শিল্ডে ফাটল। চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর উড়ানের। যাত্রী বা বিমানকর্মী- কারও কোনও ক্ষতি হয়নি।

    শুক্রবার রাত ১০টা নাগাদ মাদুরাই থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বেসরকারি ওই উড়ানটি। ৭৯ জন যাত্রী এবং পাঁচজন বিমানকর্মী ছিলেন উড়ানে। মাঝ আকাশে হঠাৎ উইন্ড শিল্ডে সামান্য ফাটল দেখা দেয়। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। বিমানটিকে জরুরি অবতরণের জন্য চেন্নাই বিমানবন্দরের এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন তিনি। এটিসির তরফে সেটি নিরাপদে অবতরণের জন্য সবরকম ব্যবস্থা করা হয়। রাত ১১.১২ মিনিট নাগাদ নিরাপদে রানওয়ে ছোঁয় বিমানের চাকা। যাত্রীদের নামিয়ে বিমানটিকে কার্গো বিমানের জন্য সংরক্ষিত ‘রিমোট বে এরিয়া’য় নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)