• বেঙ্গালুরুতে আগুনে পুড়ে বাংলার ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • অগ্নিদগ্ধ হয়ে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু বেঙ্গালুরুতে। শনিবার গভীর রাতে তাজিবুর শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বয়স ৩০ বছর। এর আগে শুক্রবার চার জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তাঁরা হলেন হরিহরপাড়ার জাহিদ আলি, বয়স ৩৫ বছর। বহরমপুরের সাফিজুল শেখ, মিনারুল শেখ ও জিয়াবুর শেখ। তাঁদের তিনজনের বয়স ৩৫ থেকে ৩৬-এর মধ্যে ছিল।

    গত সোমবার গভীর রাতে বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কের উপরে বিডাডি এলাকায় সিলিন্ডার লিক করে বিস্ফোরণ হয়। এই ঘটনায় আগুনে পুড়ে যান মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। স্থানীয় সরকারি হাসপাতাল ভিক্টোরিয়াতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই চার দিন ধরে চিকিৎসা চলার পরে পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বেঙ্গালুরুতে একটা বড় ঘরে গত সোমবার সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তাঁরা। তা থেকেই কোনও ভাবে গ্যাস বেরতে থাকে। রাত ২টো নাগাদ ওই সাত জনের মধ্যে একজন শ্রমিক বাথরুমে গিয়েছিলেন। জ্বলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢুকতেই ঘরে দাউদাউ করে আগুন লেগে যায় বলে খবর। সেই আগুনে পুড়েই গুরুতর জখম হন পরিযায়ী শ্রমিকরা। পাশের ঘরে থাকা অন্য শ্রমিকরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিক এখনও বেঙ্গালুরুর ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা হলেন হাসান মল্লিক এবং নুর জামাল শেখ।  প্রথম জনের বাড়ি বহরমপুরের পাঁচপীরতলা এবং দ্বিতীয় জনের বাড়ি নগড়াজল টিকটিকিপাড়া। হাসান মল্লিকের শ্যালক মহম্মদ মিরাজ পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ করেন। তিনি বলেন, ‘জামাইবাবুকে ভিক্টোরিয়া সরকারি হাসপাতাল থেকে সেন্ট জন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু শনিবার সকালে ওই হাসপাতালের চিকিৎসক জানালেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানি না কী হবে।’

    পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফে আসিফ ফারুক বলেন, ‘ শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো নয়। মৃতদেহগুলি দ্রুত গ্রামে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নেওয়ারও আবেদন জানিয়েছি।’ বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানান,  তিনি খবর পেয়েই বেঙ্গালুরুর হাসপাতালে যোগাযোগ করেন। দেহ ফেরানোরও চেষ্টা করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)