• হাইকোর্টের নির্দেশে দুর্গাপুরে ভাঙা হল অবৈধ নির্মাণ
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে উঠা একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম। শুক্রবার সকাল থেকেই নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার অভিযানে নামে। জানা গিয়েছে, এই অমরাবতী ডিফেন্স কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার জমির উপর একাধিক গাড়ি রাখার গ্যারাজ গজিয়ে উঠেছিল।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরে, প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয়। হাইকোর্ট সম্প্রতি রায় দেয়, সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে দিতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, যাতে এই অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে কোনোরকম অশান্তি না হয়। পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনির একাংশে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে একইভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)