• রাজ্যে নিষিদ্ধ বিতর্কিত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • মধ্যপ্রদেশে কাশির ওষুধ খেয়ে শিশু মৃত্যু ও দেশের অন্যান্য রাজ্যে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আবহে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বিতর্কিত সেই ‘কোল্ডরিফ’ কাফ সিরাপের বিক্রি। ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ (বিসিডিএ) এক নির্দেশিকায় সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাকে অবিলম্বে এই সিরাপ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

    বিসিডিএ জানিয়েছে, মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনায় কোল্ডরিফ কাফ সিরাপের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। তবে সেরাজ্যে ব্যবহৃত ওষুধের ব্যাচটি এখনও পশ্চিমবঙ্গে আসেনি। তা সত্ত্বেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পশ্চিমবঙ্গে ওষুধের বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর এ বিষয়ে ওষুধ বিক্রেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছে বিসিডিএ।

    সম্প্রতি দেশজুড়ে শিশুমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়া বিতর্কিত কোল্ডরিফ কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থা হল তামিলনাড়ুর স্রেসান ফার্মাসিউটিক্যালস। ইতিমধ্যেই সেই কোম্পানির মালিক জি রঙ্গনাথনকে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাপটিতে প্রপিলিন গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটলের মতো রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে। এই ধরনের সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়েছে। এগুলি কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ। রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশ, এই রাসায়নিক উপাদানগুলি শুধুমাত্র অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করতে হবে। পাশাপাশি সেগুলি সরকারি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

    প্রসঙ্গত, ১৯৮০ সালের গোড়ার দিকে রঙ্গনাথন বহু খনিজ ও ভিটামিনে সমৃদ্ধ সিরাপগুলি প্রসূতিদের জন্য আলাদাভাবে বিক্রি করা শুরু করেন। খুব অল্পদিনের মধ্যেই এই সিরাপটিও জনপ্রিয়তা পায়। তবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ এই সিপারে থাকা কিছু উপাদানের লাইসেন্স না থাকায় বিক্রিতে আপত্তি জানায়। যদিও পরে রঙ্গনাথন লাইসেন্স পেয়ে যান। তারপরই তাঁর ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)