• বাংলার শহিদ দুই জওয়ানের প্রতি শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, পাশে থাকার বার্তা
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • অনন্তনাগে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান। সেনাবাহিনীর অভিযানে গিয়ে তুষারঝড়ের মধ্যে আটকে শহিদ হন বাংলার দুই জওয়ান পলাশ ঘোষ এবং সুজয় ঘোষ। ৩৮ বছরের পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদে। অন্যজন বীরভূমের বাসিন্দা, বয়স ২৮ বছর। দুই জওয়ানের শহিদে শোকপ্রকাশ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করে পাশে থাকার বার্তাও দেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’

    বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে জঙ্গি নিকেশ অপারেশন চালায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে আটকে পড়েন বাংলার দুই জওয়ান। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। পরে উদ্ধার করা হয় সুজয়ের দেহ। শনিবার দু’জনের দেহ তাঁদের গ্রামের বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে।

    এই ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)