• সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৪ রোহিঙ্গা
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • মুর্শিদাবাদের লালগোলায় বাংলাদেশের সীমান্ত থেকে গ্রেপ্তার ৩ রোহিঙ্গা। কোনও বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল রোহিঙ্গাদের দল। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। ধৃত তিনজনের নাম আবদুল হাসিম, তাঁর স্ত্রী রোজিনা বেগম ও ছেলে বিলাল মিঞা। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সকলেই মায়ানমারের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

    বুধবার লালগোলার বাংলাদেশ সীমান্তবর্তী আষিড়াদহ গ্রাম থেকে লুকিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনজন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় গ্রামটিতে। সন্দেহভাজন মনে হওয়ায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের জিজ্ঞাসা করলে জানা যায়, মায়ানমারের বাসিন্দা তিনজন, কাজের জন্য ভারতে এসে থাকছিলেন। মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশে। এরপর বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ভারতে আসেন ৩ জন রোহিঙ্গা। দুবছর ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথেই ধরা পড়ে যান পুলিশের হাতে। তাঁদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্র মেলেনি।

    ভগবানগোলার মহকুমা পুলিশ আধিকারিক বিমান হালদার বলেন, ‘আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেন। কিন্তু কোনও বৈধ নথি না থাকায় আবদুল হাসিম, তাঁর স্ত্রী রোজিনা বেগম ও ছেলে বিলাল মিঞাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সঙ্গে ছিল আরও ৪ জন নাবালক।’ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে, ১৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)