‘ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান লক্ষ্য’, ‘জনতা দর্শনে’ আশ্বাস যোগীর
প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় গোরক্ষপুরে আসেন। তিনি এদিন গোরক্ষনাথ মন্দিরে রাত্রি যাপন করেন। শুক্রবার সকালে তিনি মন্দিরে ‘জনতা দর্শন’ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শোনেন।
উপস্থিত সকলের সঙ্গে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে কথা বলেন। তিনি তাঁদের আশ্বস্ত করেন, ‘চিন্তা করবেন না— প্রতিটি সমস্যার সমাধান হবেই। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।’ তিনি কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেন। প্রতিটি অভিযোগ সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে বলেন তিনি। সমস্যাগুলির সমাধান সময়মতো ও স্বচ্ছভাবে হওয়া উচিত বলে জানান।
‘জনতা দর্শন’ অনুষ্ঠিত হয় গোরক্ষনাথ মন্দির চত্বরে মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনের সামনে। মুখ্যমন্ত্রী সেখানে প্রায় ২০০ জন মানুষের সঙ্গে কথা বলেন। দ্রুত সমাধানের নির্দেশও দেন। এই অনুষ্ঠানে অনেক মহিলাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সকলের অভিযোগ মন দিয়ে শোনেন। সমস্যা সমাধানে দেরি হবে না বলে আশ্বস্ত করেন সকলকে। আবেদনপত্রগুলো কর্মকর্তাদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিটি সমস্যা যত্ন সহকারে দেখা হবে। জমি দখলের মামলাগুলিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যোগী। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে দোষীকে চিহ্নিত করার নির্দেশও দেন।
অনেকেই চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে সকলকে দ্রুত অর্থসাহায্য দেওয়া হবে বলে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন। মন্দির প্রাঙ্গনে জনতা দর্শনে আসা শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান যোগী। তাদের পঠনপাঠনের বিষয়ে খবর নেন। পড়ুয়াদের চকোলেট উপহার দেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী।