• শর্ত সাপেক্ষে NCR এলাকায় বাজি পোড়াতে দেওয়া হোক, সুপ্রিম কোর্টে আবেদন বিজেপি সরকারের
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওয়ালিতে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজওন এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। কেন্দ্র এবং এনসিআরের তরফে শুক্রবার সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদন করেন। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মেহতার আবেদন, এনসিআর এলাকায় দেওয়ালিতে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক।

    বেঞ্চকে দুই শর্তে দুই ঘণ্টা বাজি পোড়ানোর আবেদন জানিয়েছেন মেহতা। প্রথমটি হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদিত পরিবেশ বান্ধব বাজি তৈরি, বিক্রি ও পোড়ানো। অন্যদিকে, দিল্লি সরকার, এনসিআর কর্তৃপক্ষ এবং পেট্রলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনকে দায়িত্ব দিক, যাতে কোনও আপত্তিকর বাজি উৎপাদন, বিক্রি অথবা পোড়ানো না হয়। মেহতার যুক্তি, ছোটদের অন্তত দুটো দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে।

    এর পরই মেহতা বলেন, “চেন পটকা জাতীয় বাজি যেন ফাটানো না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা জরুরি। বাজি বিক্রি করতে হবে একমাত্র লাইসেন্সধারী ব্যবসায়ীদের, যাঁরা শুধুমাত্র অনুমোদিত বাজিই বিক্রি করতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইটে বাজি বিক্রি করা চলবে না। এ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও অনলাইন সেল করবে না।” শুধু তাই নয়, ইংরেজি নববর্ষে রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোরও প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে গুরুপরবের দিন সকাল ৪টে থেকে ৫টা এবং রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতির আবেদনও করেছেন সলিসিটর জেনারেল। যদিও এদিন সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে।
  • Link to this news (প্রতিদিন)