• ডেকে নিয়ে গিয়ে খুন? মালদহে আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ!
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৫
  • বাবুল হক, মালদহ: আমবাগান থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল এলাকায়। শনিবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছটিয়েছে। মৃতের নাম প্রেমচাঁদ মাঝি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবককে ‘খুন’ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ৩৯ বয়সের ওই যুবকের বাড়ি চাঁচল থানার সামসী কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায়। গতকাল, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। রাতে আর বাড়ি ফেরেননি। রাত বাড়লেও প্রেমচাঁদ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতেও বেরিয়েছিলেন। কিন্তু তাঁর কোনও সন্ধান মেলেনি। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    আজ, শনিবার সকালে এলাকারই একটি আমবাগানে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। চাঁচল থানা ও পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতের ঘাড়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবকের সঙ্গে সেখানে ধস্তাধস্তিও হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। একাধিক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত আছে বলে অনুমান পুলিশের। ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন? নাকি অন্য কোনও কারণ, সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমবাগানে ডেকে নিয়ে গিয়ে কি খুন? তাও জানার চেষ্টা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)