• দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার বার্তা, ট্যারিফ টানাপড়েনের মাঝে জয়শঙ্করের সঙ্গে বৈঠক আমেরিকার সার্জিওর
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • একদিকে ট্যারিফ নিয়ে টানাপড়েন তুঙ্গে। অন্য দিকে, বাণিজ্য চুক্তিও প্রায় ভেস্তে যাওয়ার পথে। সব মিলিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক অন্য মোড়ে এসে দাঁড়িয়েছে। এই আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন আমেরিকান কূটনীতিক (ambassador-designate) সার্জিও গর।

    ছয় দিনের ভারত সফরে এসেছেন সার্জিও। শনিবার নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। সার্জিওর সঙ্গে ছিলেন ব্যবস্থাপনা ও জনসম্পদ দপ্তরের উপসচিব মাইকেল জে রিগাস। এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গতি আনার পদক্ষেপ হিসেবেই দেখছে কূটনৈতিক মহল।

    ট্যারিফ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হওয়াই ভারত এবং আমেরিকার সম্পর্কে বরফ জমার অন্যতম কারণ। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশ দফায় দফায় আলোচনায় বসছে। আমেরিকা সফরেও গিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। এর সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা নিয়েও অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে ৫০ শতাংশ ট্যারিফ বসিয়েছেন তিনি। কিন্তু নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি।

    সার্জিও চান, এই জট এ বার কাটুক। নয়াদিল্লি আমেরিকা থেকে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কিনতে শুরু করলেই সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করেন তিনি। সেই লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনাও চলছে।

    বৈঠকে সার্জিওর সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি জয়শঙ্কর। তিনি শুধু X হ্যান্ডলে লেখেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক এবং আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।’ উল্লেখ্য সার্জিও রাষ্ট্রদূত হতে চলেছেন। তাঁকে মনোনীত করা হয়েছে। তবে এখনও দায়িত্ব নেননি। সেই বিষয়টাকে সামনে এনে আমেরিকার তরফে জানানো হয়েছে, ‘পরিচয়ের জন্য সংক্ষিপ্ত ভারত সফর।’

  • Link to this news (এই সময়)