• দাম বাড়তেই সোনা পাচারের রমরমা? BSF-এর জালে ১
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা ভারতে আনার ছক কষেছিল পাচারকারীরা। তা বানচাল করে দিল সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। শনিবার ২ কেজি ৩০০ গ্রাম সোনার ২০টি বাট উদ্ধার করেছে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়ন। সোনা পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে সোনা পাচারের নেপথ্যে ওই পাচারকারীর পাশাপাশি একাধিকজন যুক্ত রয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের।

    বিএসএফ সূত্রে খবর, নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি সোনা পাচারকারীরা ভারতীয় দুষ্কৃতীদের হাতে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বাট তুলে দেয়। সেই সময়ে বিএসএফের জওয়ানরা সোনা-সহ ভারতীয় এক পাচারকারীকে গ্রেপ্তার করে। যদিও বাংলাদেশি সোনা পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

    জানা গিয়েছে, এই সোনা পাচারের বিষয়টি আগেই জানতে পেরেছিল বিএসএফ। এর পরেই দুষ্কৃতীদের পাকড়াও করতে অভিযান চালানো হয়। কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা আনা হচ্ছিল? তা কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? সোনার মূল্যবৃদ্ধির সুযোগেই কি রমরমা পাচার কারবার? উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিএসএফ। ধৃতকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।

  • Link to this news (এই সময়)