• টোটোকে বাঁচাতে গিয়ে বিপত্তি, কোন্নগরে লরির ধাক্কায় নষ্ট ১৫০ বছরের ইতিহাস
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • রাস্তার মোড়ে ছিল একটি বাতিস্তম্ভ। যে সে বাতিস্তম্ভ নয়। সেটির বয়স অন্তত দেড়শো বছর। শতাব্দী প্রাচীন সেই বাতিস্তম্ভ ভেঙে গেল গাড়ির ধাক্কায়। শনিবার কোন্নগরে ক্রাইপার রোডের উপর এই দুর্ঘটনা ঘটেছে। শহরের পুরনো একটি স্মৃতি এ ভাবে নষ্ট হয়ে যাওয়ার ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মনে।

    কোন্নগর ক্রাইপার রোডের উপরে তিন বাতির মোড়ে রয়েছে প্রায় দেড়শো বছরের প্রাচীন ওই বাতিস্তম্ভ। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে ব্রিটিশ আমলে এই স্তম্ভ তৈরি হয়েছিল প্রায় দেড়শো বছর আগে। তাদের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল ওই স্তম্ভে। অতুল চন্দ্র মিত্র ছিলেন ওই নাটকের দলের প্রতিষ্ঠাতা। তাঁদের দান করা জমিতেই হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন। ঐতিহাসিক সেই বাতিস্তম্ভ শনিবার দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায়।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ সামগ্রী বোঝাই একটি লরি এসে ধাক্কা মেরেছে প্রাচীন ওই বাতিস্তম্ভে। তারপরেই গাড়ির চালককে আটক করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছয় কোন্নগর ফাঁড়ির পুলিশ। কী ভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী গাড়ি চলছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    জিটি রোড থেকে কোন্নগর স্টেশনে যোগাযোগ করা হয় ক্রাইপার রোড দিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের সরু রাস্তায় যেখানে ঠিকমতো যাতায়াত করা যায় না, সেখানে নির্মাণ সামগ্রীর ভারী গাড়ি চলাচল করে। স্থানীয় কাউন্সিলর লাল্টু মজুমদার বলেন, ‘এক ব্যবসায়ীর লরি সেখানে মাল খালাস করতে এসেছিল। সেই কাজ করতে গিয়ে এলাকার প্রাচীন এই বাতির স্তম্ভটি ভেঙে দেয়। যে কোনও মানুষের দুর্ঘটনা ঘটতে পারতো। এলাকার রাস্তা ভারী যান চলাচলের জন্য উপযুক্ত নয়।’ গাড়ির চালক জানিয়েছেন, তার সামনে একটি টোটো এসে গিয়েছিল টোটোটিকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

  • Link to this news (এই সময়)