• সিনিয়রদের নির্যাতন, নাকি লুকিয়ে অন্য রহস্য? পুণের এনডিএ-তে লখনউয়ের তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল
    আজকাল | ১২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম সেরা প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-তে এক তরুণ ক্যাডেটের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে পুণের খড়কওয়াসলায় অবস্থিত এনডিএ-র হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় বছর আঠারোর ক্যাডেট অন্তরীক্ষ কুমার সিংহের ঝুলন্ত দেহ। পরিবারের সরাসরি অভিযোগ, সিনিয়রদের লাগাতার নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি এবং এই কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। যদিও র‍্যাগিংয়ের অভিযোগ এখনই মানতে নারাজ পুলিশ। ঘটনার তদন্তে একটি 'কোর্ট অব এনকোয়্যারি' গঠন করেছে এনডিএ কর্তৃপক্ষ।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার সকাল ৬টা নাগাদ অন্তরীক্ষের সহপাঠীরাই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। ভিতরে অন্তরীক্ষকে ঝুলন্ত অবস্থায় দেখে হকচকিয়ে যান সকলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে খড়কওয়াসলার মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ফলে মৃত্যুর পিছনে আসল কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

    লখনউয়ের বাসিন্দা অন্তরীক্ষের পরিবারের অভিযোগ, এই মৃত্যু আত্মহত্যা নয়, এর নেপথ্যে রয়েছে সিনিয়রদের লাগাতার অত্যাচার। মৃতের মামা এপি সিংহ, যিনি নিজে ভারতীয় সেনার এক জন প্রাক্তন আধিকারিক, সংবাদমাধ্যমে জানান, "প্রথম দিকে সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি অন্তরীক্ষ তার মাকে সিনিয়রদের হেনস্থার কথা জানায়। সে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে প্রশিক্ষণ ছেড়ে বাড়ি ফিরে আসতে চেয়েছিল।" তাঁর দাবি, বিষয়টি জানার পরই অন্তরীক্ষের মা ও ঠাকুমা নবরাত্রির আগে এনডিএ-তে গিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।

    এপি সিংহের কথায়, "বৃহস্পতিবার দুপুরেও মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিল অন্তরীক্ষ। আমাদের ধারণা, সন্ধ্যায় অ্যাকাডেমিতে একটি পার্টি ছিল। সেই পার্টিতেই এমন কিছু ঘটেছে, যা ওকে এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছে।" প্রাক্তন সেনাকর্মীর পুত্র অন্তরীক্ষ এই বছর জুলাই মাসেই ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এনডিএ-র 'চার্লি স্কোয়াড্রন'-এ যোগ দিয়েছিলেন। তাঁর মতো এক উজ্জ্বল তরুণের এই পরিণতিতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও পরিজনেরা।

    এই ঘটনায় এনডিএ'র তরফে একটি বিবৃতিতে গভীর দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, "ক্যাডেট অন্তরীক্ষ কুমার সিংহের মর্মান্তিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।" পুণে পুলিশের ডেপুটি কমিশনার সম্ভাজি কদমের নেতৃত্বে একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, র‍্যাগিংয়ের অভিযোগ উঠলেও, এই মুহূর্তে তার সপক্ষে কোনও প্রমাণ মেলেনি। অন্তরীক্ষের পরিবার পুণের উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের সঙ্গে বিস্তারিত কথা বলার পরেই এই মৃত্যুরহস্যের জট খুলবে বলে মনে করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)