বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে চরম সাহসী পদক্ষেপ, শেষমেষ ছাদনাতলার বদলে যুবক ঢুকলেন শ্রীঘরে!...
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চার বছরের প্রেম। সামনেই প্রেমিকার সঙ্গে বিয়ে হবে যুবকের। আর সেই বিয়ের খরচ জোগাড় করতেই নক্কারজনক কাণ্ড ঘটালেন যুবক। আত্মীয়ের বাড়ি থেকে সোনার গহনা-সহ নগদ চুরি করেন হবু বড়! ছাতনাতলায় যাওয়ার আগেই যুবক পৌঁছলেন জেলে!
কর্ণাটকের এক ২২ বছরের যুবক শ্রেয়স গত চার বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এবার বিয়ের পালা। জমকালো বিয়ের জন্য প্রয়োজন অর্থের। যা জোগাড়় করতেই হিমশিম অবস্থা তাঁর। তারপর কী করণীয়? কোনও সৎ উপায় না দেখে চুরির পথ বেছে নেয় সে। হরিশ আত্মীয়ের বাড়িতে চুরির পরিকল্পনা করে। যেমন ভাবনা তেমন কাজ। শ্রেয়স যেখানে কাজ করতেন সেই দোকানের মালিকও তিনি।
তাঁর এক আত্মীয় হরিশ, তাঁর বাড়িতেই নগদ টাকা ও গয়না রাখা আছে বলে জানতেন শ্রেয়স। শ্রেয়স নিজের বিয়ের খরচ বহনের জন্য সেগুলো চুরি করার সিদ্ধান্ত নেয়। ১৫ সেপ্টেম্বর, সে হরিশের বাড়িতে ঢুকে সোনা, নগদ টাকা চুরি করে বলে অভিযোগ।
বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে, বেঙ্গালুরুর হেব্বাগোড়ি পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত শ্রেয়সকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতের থেকে ৪১৬ গ্রাম সোনা এবং ৩.৪৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। চুরি করা সোনার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।