• রাঘোপুরে প্রার্থী হওয়ার ইঙ্গিত, তেজস্বীর গড়ে চ্যালেঞ্জ ছুড়লেন প্রশান্ত কিশোর...
    আজকাল | ১২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা ও নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। শনিবার তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তিনি রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। এই রাঘোপুর আসনটি বহু বছর ধরে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর একচ্ছত্র আধিপত্যে রয়েছে এবং বর্তমানে এখানকার বিধায়ক আরজেডি নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব।

    রাঘোপুর সফরে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, “আমি রাঘোপুর যাচ্ছি, সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাদের মতামত জানব। কাল দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে, সেখানেই রাঘোপুর ও অন্য আসনগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাঘোপুরের মানুষ যা সিদ্ধান্ত নেবে, সেটাই মানা হবে।”

    তিনি আরও যোগ করেন, “যদি আমি রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করি, তবে তেজস্বী যাদবকে দুই আসন থেকে লড়তে হবে। ওনার অবস্থা হবে ঠিক যেমন রাহুল গান্ধীর হয়েছিল অমেঠিতে।” এখানে কিশোর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টানেন, যেখানে দীর্ঘদিনের কংগ্রেস দুর্গ অমেঠিতে রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

    রাঘোপুর বিগত তিন দশক ধরে যাদব পরিবারের জন্য এক ঐতিহাসিক আসন। লালু প্রসাদ যাদব দুইবার, রাবড়ি দেবী তিনবার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং দুজনই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পুত্র তেজস্বী যাদব ২০১৫ ও ২০২০ সালে এই আসন থেকে জয়লাভ করে যথাক্রমে উপমুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার পদে থেকেছেন।

    অন্যদিকে, জন সুরাজ পার্টি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনের জন্য প্রথম দফায় ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব—ভোজপুরি গায়ক ঋতেশ পাণ্ডে, প্রাক্তন আইপিএস অফিসার আর. কে. মিশ্র, এবং প্রয়াত সমাজতান্ত্রিক নেতা কার্পূরী ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর। ঘোষিত প্রার্থীদের মধ্যে ১১ জন পিছিয়ে পড়া শ্রেণি (ওবিসি), ১৭ জন অতি-পিছিয়ে পড়া শ্রেণি (ইবিসি), ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এবং বাকিরা সাধারণ শ্রেণির অন্তর্গত।

    উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পাটনা বিশ্ববিদ্যালয় ও নালন্দা ওপেন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য কে. সি. সিনহা, চিকিৎসক অমিত কুমার দাস, শশী শেখর  সিনহা, লাল বাবু প্রসাদ, এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর. সি. পি. সিং-এর কন্যা লতা সিংহ। এছাড়াও আছেন আইনজীবী ওয়াই. ভি. গিরি এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধি প্রীতি কিন্নর।

    বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায় — আগামী ৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, যদি প্রশান্ত কিশোর সত্যিই রাঘোপুরে প্রার্থী হন, তবে তা হবে বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক লড়াই — যেখানে কৌশলবিদের মুখোমুখি দাঁড়াবেন লালু পরিবারের উত্তরাধিকারী তেজস্বী যাদব।
  • Link to this news (আজকাল)