হুগলিতে কালীপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক, এবারেও চলবে থিমের লড়াই ...
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
মিল্টন সেন, হুগলি: কালীপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল পান্ডুয়া থানায়। পান্ডুয়া থানা প্রাঙ্গনে এই বৈঠক হয়। আগামী কুড়ি অক্টোবর কালীপুজো। পান্ডুয়াতে মোট ৪৬ টি অনুমোদিত কালীপূজা কমিটি ইতিমধ্যে প্রস্তুত হতে চলেছে একে অপরকে মন্ডপ, থিম আলোকসজ্জায় টেক্কা দেবার জন্য। নির্বিঘ্নে এই পুজো পরিচালনা করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনের এই সমন্বয় কমিটির বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এদিন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম)অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই (মগরা) সৌমেন বিশ্বাস ওসি পলাশ চন্দ্র বিশ্বাস, বিধায়ক রত্ন দে নাগ, বিডিও (পান্ডুয়া) সেবন্তী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়া কালীপুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ এবং ব্লকের পুজো কমিটির সভাপতি সম্পাদকরা। এদিন গত বছরের কালীপুজো বিজয়া শোভাযাত্রার সেরা তিনটি কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে।
বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, পুজো কমিটির দাবি অনুযায়ী, পুজোর ক'দিন একটি মহিলাদের জন্য জৈব শৌচাগার রাখা হবে। পুজো কমিটিদের অনুরোধ করেন পুজ প্যান্ডেল সহ পুজোর অন্যান্য উপাদানে প্লাস্টিক ব্যাবহার করবেন না। স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি পুজো মণ্ডপে তরল ও কঠিন বর্জ্য তুলতে, এলাকা পরিস্কার রাখতে নির্দেশ দেন।
ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, জোর করে রাস্তা আটকে চাঁদা তোলা যাবে না। ২০ নভেম্বর সোমবার কালীপুজোর প্রথম দিন সন্ধ্যা থেকে রাত অবধি জিটি রোড দিয়ে ভারি যানবাহন চলাচল করবে না। তার পর তিনদিন বিকেল পাঁচটা থেকে রাস্তায় টোটো অটো চলাচল বন্ধ থাকবে। পান্ডুয়ার জিটি রোডের সন্ধ্যা থেকে বৈঁচির কোঁচমালি এবং খন্যানে নো এন্ট্রি থাকবে চার দিন।
পান্ডুয়া কালীপুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ জানান, পান্ডুয়ায় প্রবেশের পাঁচটি পথে পাকিং জোন থাকবে। এতে সাধারণ মানুষ দু'চাকা,চার চাকা গাড়ি পাকিং জোন রেখে প্রতিমা দেখতে আসতে পারবেন। কোন কমিটি ডিজে বা তারস্বরে মাইক বাজালে পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।