রবিরার রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার চলবে বিশেষ মেট্রো...
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামীকাল অর্থাৎ ১২ অক্টোবর, রবিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে। সাধারণত রবিবারে সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। তবে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পরীক্ষার জন্য রবিবার সকাল ৭টা থেকে ব্লু লাইন এবং গ্রিন লাইনে পরিষেবা শুরু হবে।
মেট্রো জানিয়েছে, ব্লু লাইনে রবিরার মোট ১৩৮টি পরিষেবা (৬৯ আপ ও ৬৯ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণত ১৩০টি পরিষেবা চালানো হয়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন দুই দিকেই প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ওই দিন প্রথম মেট্রো সকাল ৭টা নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে (অন্যান্য রবিবারে সকাল ৯টা)। অন্যদিকে, সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে (অন্যান্য রবিবারে সকাল ৯টা ৪ মিনিট) প্রথম মেট্রো। সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে রওনা দেবে (অন্যান্য রবিবারে সকাল ৯টা)।
শেষ পরিষেবা যথাক্রমে রাত ৯টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং রাত ৯টা ৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চলবে। গ্রিন লাইনে আগামীকাল মোট ১১২টি পরিষেবা (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে। যেখানে অন্যান্য রবিবারে মোট ১০৪টি পরিষেবা চলে।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা থাকবে। প্রথম পরিষেবা সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অন্যান্য রবিবারে সকাল ৯টা) এবং সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে ছাড়বে (অন্যান্য রবিবারে সকাল ৯টা ২ মিনিট)।
শেষ পরিষেবা যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে। রবিবার ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা থাকবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য রবিবারের মতোই কোনও পরিষেবা চালু থাকবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই ব্লু লাইন এবং গ্রিন লাইনে এই বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।