১০ নম্বর জাতীয় সড়কে চলবে মেরামতির কাজ, টানা ৪ দিন বন্ধ থাকবে রাস্তা
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যার কারণে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। ধসে বিপর্যস্ত একাধিক রাস্তা। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি সিকিম ১০ নম্বর জাতীয় সড়কও। তবে শীঘ্রই মেরামত হতে চলেছে ওই রাস্তা। আর তাই ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চারদিন বন্ধ থাকবে সেভক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক।২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা ধসে যাওয়ায় মেরামতির কাজের জন্য ওই চারদিন ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনওরকম যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। ১৩ তারিখ দুপুর ১টা থেকে ১৬ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত সেভক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে বলে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এনএইচআইডিসিএলের পক্ষ থেকে। এই চারদিন শিলিগুড়ি সিকিমের লাইফ লাইন বন্ধ থাকায় নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন।হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "২৯ মাইল থেকে গেলখোলার মধ্যে অন্তত পাঁচ জায়গায় বড় ধস রয়েছে। দ্রুত ওই ধস মেরামতির জন্য গতকাল সংগঠনের তরফে কর্তৃপক্ষকে কড়া চিঠি দেওয়া হয়। অবিলম্বে ধস মেরামত না করা হলে আন্দোলন হবে বলেও জানানো হয়েছিল।"