• কাশ্মীরে নিহত জওয়ান সুজয় ঘোষের নিথর দেহ ফিরল বীরভূমের গ্রামে
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কাশ্মীরে নিহত জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। শনিবার বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ তাঁর দেহ নিয়ে আসা হয় বীরভূমের রাজনগর থানার কুন্ডিরা গ্রামে। এদিন নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ওই গ্রামে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ। গান স্যালুটে বীর জওয়ানকে শেষ বিদায় জানানো হয়।জানা গিয়েছে, সুজয় ঘোষের বাবা পেশায় কৃষক। ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এই জওয়ান। প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত এক বছর ধরে কাশ্মীরে  পোস্টিং ছিল তাঁর। জঙ্গি দমন অভিযানে গিয়ে তুষার ধসের মধ্যে পড়েই মৃত্যু হয় সুজয় ও তাঁর সঙ্গীর। বৃহস্পতিবার বরফের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এরপর শনিবার বীরভূমের গ্রামে ফিরিয়ে আনা হল দেহ। গ্রামের বীর ছেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন গ্রামবাসীরা।
  • Link to this news (বর্তমান)