• রবিবারই ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    এই সময় | ১২ অক্টোবর ২০২৫
  • বন্যার কোপে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সপ্তাহ ঘুরলেও এখনও ছন্দে ফিরতে পারেনি একাধিক এলাকা। তাই সফর সূচি বদলে সোমবারের বদলে রবিবার ফের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    জানা গিয়েছে, রবিবার কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ এসে পৌঁছবেন হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। আলিপুরদুয়ার জেলার হাসিমারার নীলপাড়াতে, আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করবেন তিনি। বন্যা বিধস্ত এলাকাগুলিতেও ফের যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। ওই দিন বিকেলেই সড়ক পথে রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশে। পরের দিন অর্থাৎ সোমবার তাঁর মিরিকে যাওয়ার কথা রয়েছে।

    গত শনিবার প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গে। এর জেরে মৃত্যু হয়েছে ২৩ জনের বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বেসরকারি মতে ৩২ জনের দেহ মিলেছে। মৃত্যু হয়েছে বহু বন্যপ্রাণীরও।

  • Link to this news (এই সময়)