• রামমন্দির: ২৫ নভেম্বর ধ্বজা ওড়াবেন মোদি
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • অযোধ্যা: ২০২৪ সালে বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। তবে বাকি ছিল বেশকিছু নির্মাণকাজ। তা এবার সম্পূর্ণ হয়েছে। আগামী ২৫ নভেম্বর অযোধ্যার রামমন্দিরের ধ্বজা উড়িয়ে সেই বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, এই প্রথম মন্দির কর্তৃপক্ষের তরফে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানের মাধ্যমেই রামমন্দিরের কাজ সমাপ্ত হওয়ার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রা জানান, নির্ধারিত ওই দিনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হিন্দু ঐতিহ্য মেনে প্রধানমন্ত্রী মন্দিরে ধ্বজা ওড়াবেন বলে মন্দিরের তরফে জানানো হয়েছে। তাদের আশা, ওই অনুষ্ঠানে গোটা দেশ তো বটেই এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত উপস্থিত হবেন।
  • Link to this news (বর্তমান)