• আইপিএসের আত্মহত্যা: চাপের মুখে অভিযুক্ত এসপিকে সরাল হরিয়ানা সরকার
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়: উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে জাতিগত নির্যাতনের অভিযোগ। গত মঙ্গলবার আত্মঘাতী হন হরিয়ানার দলিত আইপিএস আধিকারিক ওয়াই পুরন কুমার। এই ঘটনায় চাপের মুখে এবার রোহতকের পুলিশ সুপার (এসপি) নরেন্দ্র বিজারনিয়াকে সরিয়ে দিল হরিয়ানা সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, রোহতকের নতুন এসপি হচ্ছেন আইপিএস সুরিন্দর সিং। তবে বিজারনিয়ার নতুন পোস্টিং সম্পর্কে কিছু জানানো হয়নি। নিহত আইপিএসের পরিবারের পক্ষ থেকে লাগাতার চাপের প্রেক্ষিতেই পদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে হরিয়ানার বিজেপি সরকার পদক্ষেপ গ্রহণে বাধ্য হল বলে মনে করা হচ্ছে। 

    এরইমধ্যে মৃত অফিসারের স্ত্রী অমনীত কুমারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অমনীতকে লেখা এক চিঠিতে পুরনের আত্মহত্যার ঘটনায় ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তিনি আরও বলেছেন, পদস্থ আমলাদেরও যে এখনও সামাজিক বৈষম্যের শিকার হতে হয়, তা পুরণের পুরনের আত্মহত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। উল্লেখ্য, পুরনের সুইসাইড নোটে বিজারনিয়া সহ মোট ৮ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল। অন্যদিকে এখনও পুরন কুমারের দেহের ময়নাতদন্তের অনুমতি দেয়নি তাঁর পরিবার। দেহ আপাতত পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে রাখা হয়েছে। সূত্রের খবর, হরিয়ানা সরকার পরিবারকে ময়নাতদন্ত ও সৎকারের জন্য রাজি করানোর চেষ্টা করছে। 
  • Link to this news (বর্তমান)