• উন্নয়ন ১১ বছরেই, এবার কৃষি বিপ্লবেও আমিত্ব মোদির
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষিকে পূর্বতন সব সরকার অবহেলা করেছে। কৃষির উন্নতির কথা কেউ আগে ভাবেনি। তাই স্বাধীনতার পর থেকে ভারতের কৃষি বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছিল। ভারত কৃষিপ্রধান দেশ একথা কেউ ভাবেনি। ২০১৪ সালের পর কৃষির উন্নতির প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা অতীতের সরকারগুলির কৃষির প্রতি অবহেলা, গাফিলিতির মনোভাবকে বদলে দিয়েছি। একটি উন্নতশীল দেশের প্রগতি ও সুশাসনের জন্য যা যা সরকারের করার কথা, তার কিছু‌ই ২০১৪ সাল পর্যন্ত হয়নি বলে বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করে এসেছেন। যেমন গরিবদের জন্য ব্যাঙ্কিং সুবিধা আগে ছিল না। সরকারি উদ্যোগে গরিবদের আবাসন প্রকল্প ছিল না। তপশিলি উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের প্রকল্প আগে ছিল না। পানীয় জল প্রকল্পের কথা কেউ ভাবেনি। এবার সেই তালিকায় নরেন্দ্র মোদি যুক্ত করলেন কৃষিকে। শনিবার প্রধানমন্ত্রী দুটি কৃষি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছেন। ২৪ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এবং ১১ হাজার ৪৪০ কোটি টাকা মূল্যের ডাল উৎপাদনের আত্মনির্ভর মিশন। পাশাপাশি তিনি চালু করেছেন ৫৪৫০ কোটি টাকার কৃষি, প্রাণিসম্পদ, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প। এই তাবৎ প্রকল্পের সূচনা করে মোদি দাবি করেছেন, বিগত ১১ বছরেই প্রকৃত কৃষি উন্নয়নের প্রকল্প কোনও সরকার গ্রহণ করেছে। এর আগে সব সরকারই কৃষিকে অবহেলা করেছে। উপেক্ষা করেছে। আর সেই কারণে কৃষকদের অবস্থা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো হয়েছে। সেই ভুল তিনি সংশোধন করেছেন। অর্থাৎ ছয়ের দশক থেকে আটের  দশক পর্যন্ত গ্রহণ করা কৃষিতে স্বনির্ভির হওয়ার সবুজ বিপ্লব প্রকল্প, ভাকরা নাঙ্গাল থেকে শুরু হওয়া একের পর এক সেচপ্রকল্প, ২০০৭ সালে ইউপিএ সরকারের আমলে গ্রহণ করা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে  ধান, গম, ডাল উৎপাদন বৃদ্ধির একটি মিশন চালু করা, এই সবই মোদির ইতিহাসের তালিকায় শূন্য পেয়েছে। যে সবুজ বিপ্লব থেকে ভারতের কৃষি সংস্কারের সূত্রপাত, তার উল্লেখই করেননি প্রধানমন্ত্রী। উলটে বলেছেন, পূর্বতন কোনও সরকার কৃষির উন্নয়নে কিছুই করেনি। মোদি এদিন ডাল উৎপাদনে আত্মনির্ভর প্রকল্পে কৃষকদের বলেছেন, ২০২৩০ সালের মধ্যে ৩৫ লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করতে হবে। বর্তমানে ডাল উৎপাদন হয় বছরে ২৫২ লক্ষ টন। ২০২৩০ সালের মধ্যে ওই উৎপাদন নিয়ে যেতে হবে ৩৫০ লক্ষ টন। ধন ধান্য কৃষি যোজনায় ১০০টি জেলাকে চিহ্নিত করা হবে যেখানে কৃষি উৎপাদন কম হয়। মোদি বলেছেন, জিএসটি কমিয়ে দিয়েছি আমরা। বহু কৃষিপণ্য ও উপকরণের দাম কমে গিয়েছে। সুতরাং কৃষি বিপ্লব আনা কঠিন নয়। 
  • Link to this news (বর্তমান)