• দল ছাড়লেন বিজেপি বিধায়ক, ১০০ আসনে লড়াইয়ের বার্তা মিমের, চাপে ইন্ডিয়া ব্লক
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিহার ভোটের দামামা বেজে গিয়েছে। আসন সমঝোতা থেকে প্রার্থী নির্বাচন। রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক ও বিরোধী শিবির। এরইমাঝে বিজেপি ছাড়লেন বিধায়ক মিশ্রিলাল যাদব। শনিবার আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করার কথা ঘোষণা করেছেন তিনি। আলিনগরের বিধায়ক মিশ্রিলালের বক্তব্য, বিজেপি জোট সরকারের আমলে বিহারে দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণিরা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে দল ছাড়ার এই সিদ্ধান্ত। ভোটের মুখে এই ঘটনায় গেরুয়া শিবির ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।  এবার মিশ্রিলাল কোন দিকে পা বাড়ান, তা নিয়েই চর্চা তুঙ্গে। এদিকে, বিরোধী ইন্ডিয়া শিবিরের চিন্তা বাড়ালেন আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। একাধিকবার বিরোধী জোটে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল মিম। যদিও বিরোধী শিবিরের থেকে কোনও সাড়া না পেয়ে এবার বিহারে ১০০ আসনে লড়াইয়ের বার্তা দিয়েছে মিম। যা গতবারের আসনের প্রায় পাঁচ গুণ।  

    এদিন  সাংবাদিক বৈঠকে দলিতদের বঞ্চনার অভিযোগ তুলে এনডিএ শিবিরের অস্বস্তি বাড়িয়েছে বিজেপি বিধায়ক মিশ্রিলাল। তিনি বলেন, আলিনগর আসনে অতীতে অর্থ ও বাহুবল কাজে লাগিয়ে অনেকেই লড়াই করেছিলেন। কিন্তু তাঁরা সাফল্য পাননি। প্রথমবার জিতে আলিনগর আসন এনডিএ-কে উপহার দিয়েছিলাম। কিন্তু এই সরকার দলিতদের কথা ভাবে না। তাই এই দলছাড়ার সিদ্ধান্ত।’ এরইমাঝে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস-আরজেডির মধ্যে টানাপোড়েন চলছে। মতবিরোধ মিটিয়ে ফেলতে তড়িঘড়ি বৈঠকে বসে দুই দল। পাটনায় আয়োজিত এই বৈঠকে ছিলেন আরজেডি নেতা লালুপ্রসাদ ও তেজস্বী যাদব। সূত্রে খবর, হাত শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে শীঘ্রই দিল্লি যেতে পারেন তেজস্বী।
  • Link to this news (বর্তমান)