পাটনা: রাজ্যজুড়ে ভোটের প্রচারে নেমে পড়েছেন নেতারা। বিহারের ধোরাইয়া ব্লকের বতসর গ্রামেও জোরকদমে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। গলিতে গলিতে ব্যানার-কাটআউট। এরইমাঝে ভোটার খসড়া তালিকা হাতে পেয়ে ভিরমি খাওয়ার জোগাড় বতসরের পাঁচ বাসিন্দার। তালিকা অনুযায়ী তাঁরা সকলে ‘মৃত’। কীভাবে সম্ভব? মাথা চুলকোতে চুলকোতে শুক্রবার বিডিও অরবিন্দ কুমারের দ্বারস্থ হলেন তাঁরা। হাতে কাগজ। বিডিও-র দরজায় দাঁড়িয়ে বলে উঠলেন - ‘আমরা মরিনি, এখনও বেঁচে আছি স্যার...।’
এদিন ব্লক প্রশাসন আধিকারিক অরবিন্দ কুমারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন বতসরের ২১৬ নম্বর বুথের ওই পাঁচ বাসিন্দা। শুরুতে চমকে গিয়েছিলেন স্বয়ং বিডিও। সবটা জানার পর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই সরব হয়েছেন বিরোধীদের একাংশ। তাঁদের কথায়, এসআইআরের কোপেই ‘প্রাণ’ গিয়েছে এই বাসিন্দাদের। সামনেই ভোট। গদি ধরে রাখতে এসআইআর-কে ভোটচুরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি সরকার। এভাবেই ভোটার তালিকায় লোকজনকে মৃত ঘোষণা করে, তাঁদের নাম সরিয়ে কোনওক্রমে ভোট বৈতরণী পার করতে চাইছে তারা।
ভোটার তালিকায় মৃত হিসেবে ঘোষিত পাঁচজনের নাম - মোহন শাহ, সঞ্জয় যাদব, রামরূপ যাদব, নরেন্দ্র কুমার দাস ও বিষ্ণবর প্রসাদ। এদিন স্থানীয় সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের সহায়তায় বিডিও অফিসে পৌঁছোন তাঁরা। বিডিও জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যেই বিএলও-কে ফর্ম ৬ পূরণ করে নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই বিহারে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বাদ পড়েছে প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম।