দূষণের জের, দীপাবলির আগেই রাজধানীর বাতাসের মান খারাপ
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৯১। ১২৯। এবং ১৯৩। মাত্র তিনদিনের ব্যবধানে দিল্লির বাতাসে দূষণ পরিমাপক একিউআই (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) পৌঁছে গেল খারাপ মানে। তবে শুধুমাত্রই দিল্লি নয়। দীপাবলির আগেই দিল্লি ও সংলগ্ন এনসিআর শহরগুলিতেও শনিবার বায়ু দূষণের মাত্রা পৌঁছলো অস্বাস্থ্যকর পরিস্থিতিতেই। শুক্রবার রাতে একটি ধর্মীয় আচরণ পালন করতে গিয়ে দিল্লি-এনসিআর এলাকায় দেদার আতশবাজি পুড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। দিল্লি এবং এনসিআরের বায়ু দূষণের মান একলাফে এতটা খারাপ হওয়ার পিছনে সেটিই অনেকাংশে দায়ী।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় দিল্লির বাতাসে একিউআইয়ের গড় মান ছিল ৯১। শুক্রবার ওই সময় তা বেড়ে দাঁড়িয়েছিল ১২৯। যদিও এই দু’টো মানই সহনীয়। কিন্তু শনিবার ভোর সাড়ে ৫টায় তা একলাফে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে যায় ১৯৩য়ে। আরও উদ্বেগের বিষয় হল, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, শনিবার বিকেল ৪টেয় দিল্লির বাতাসে একিউআইয়ের গড় মান দাঁড়িয়ে গিয়েছে ১৯৯য়ে। অর্থাৎ, দেশের রাজধানী শহরে বিষ বাতাসের পরিমাণ আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ২০০-এর গণ্ডি পার করে ফেলবে।
বাতাসে একিউআই শূন্য থেকে ৫০য়ের মধ্যে থাকলে তা ‘গুড’। ৫১ থেকে ১০০য়ের মধ্যে থাকলে ‘স্যাটিসফেক্টরি’। ১০১-২০০ হলে তা ‘মডারেট’। ২০১-৩০০ হলে ‘পুয়োর’। ৩০১ থেকে ৪০০য়ের মধ্যে থাকলে তা ‘ভেরি পুয়োর’। ৪০১-৫০০ হলে ‘সিভিয়ার’। ফলে এই মুহূর্তে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ‘মডারেট’ এবং ‘পুয়োরে’র সীমানায় ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, গাজিয়াবাদে একিউআই পৌঁছেছে ২৪২য়ে। গুরুগ্রামে ২২০তে। গ্রেটার নয়ডায় ২৮০। নয়ডায় ২২৫। অর্থাৎ, খারাপ থেকে অত্যন্ত খারাপের পথেই! ফাইল চিত্র