• ভিড় ঠেকাতে দীপাবলির আগে যাত্রী প্রতীক্ষালয় বানাচ্ছে রেল
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভিড়কে ভয় পাচ্ছে রেল! মহাকুম্ভের সময় নিউদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনাই অন্যতম কারণ। প্রধানত সেই কারণেই দীপাবলি, ছটের যাত্রী ভিড় শুরুর আগেই দিল্লি স্টেশনে স্থায়ী যাত্রী প্রতীক্ষালয়ের বন্দোবস্ত করছে মন্ত্রক। নিউদিল্লি স্টেশনের সেই যাত্রী সুবিধা কেন্দ্রে ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে টিকিট না থাকা প্রায় সাত হাজার যাত্রী একসঙ্গে সেখানে বসতে পারবেন। এরই পাশাপাশি সেখানে ইনস্টল করা হচ্ছে ১৮টি সিসিটিভি ক্যামেরা। দেশের অন্যান্য রেল স্টেশনেও এমন ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে। এমনই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নিউদিল্লি স্টেশনে যাত্রী সুবিধা কেন্দ্রের উদ্বোধন করেন রেলমন্ত্রী। 

    তিনি জানিয়েছেন, বিভিন্ন স্টেশনেই সময়ে সময়ে রেল যাত্রীদের ভিড় বাড়ছে। শুধুমাত্র নিউদিল্লি স্টেশনই নয়। দেশের এমন ৭৬টি স্টেশন রয়েছে, যেখানে যাত্রীদের ভিড় পিক সিজনে অত্যন্ত বৃদ্ধি পায়। একইসঙ্গে মন্ত্রীর স্বীকারোক্তি, নিউদিল্লি স্টেশনে আচমকাই যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ার মতো পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তাই এহেন স্থায়ী যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে, নিউদিল্লি স্টেশনের এই যাত্রী সুবিধা কেন্দ্রে অসংরক্ষিত শ্রেণির টিকিট কাটার জন্য ২২টি টিকিট কাউন্টারও থাকবে। এর ফলে ভিড়ের মধ্যে অযথা স্টেশনে প্রবেশ করে অসংরক্ষিত শ্রেণির টিকিট কাটার প্রয়োজন পড়বে না। এবং যেসব যাত্রীর কাছে সংরক্ষিত শ্রেণির নিশ্চিত টিকিট আছে, তাঁরাও কার্যত বিনা বাধায় স্টেশনে প্রবেশ করে প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। স্টেশনই অপেক্ষার স্থান হয়ে গেলে দু’পক্ষেরই অসুবিধে। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হচ্ছে।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)