পাটনা: এসআইআর নিয়ে বিতর্কের আবহেই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তাই ‘বুদ্ধভূমি’তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন নীতীশ-তেজস্বী-চিরাগ-প্রশান্তরা। এরইমাঝে সামনে এল সি-ভোটারের সমীক্ষা। আর সেই সমীক্ষা অনুযায়ী বিহারবাসীর সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁকে সমর্থন জানিয়েছেন ৩৬.২ শতাংশ ভোটদাতা। চমকে দেওয়ার মতো তথ্য হল - কমেছে নীতীশ কুমারের জনপ্রিয়তা। বিধানসভা ভোটের দিনকয়েক আগেই বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে মুখ ফিরিয়েছেন ভোটদাতাদের একটা বড় অংশ। জেডিইউ সুপ্রিমোকে কুর্সিতে দেখতে চান মাত্র ১৫.৯ শতাংশ। এক্ষেত্রে তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ২৩.২ শতাংশ ভোটদাতার সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। পিকের এহেন উত্থানে ইতিমধ্যেই চিন্তায় পড়েছে নীতীশ ব্রিগেড।
সি-ভোটার সমীক্ষায় মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেক পিছিয়ে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) কর্ণধার চিরাগ পাসোয়ান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন চিরাগ। তাঁকে ৮.৮ শতাংশ ভোটদাতা সমর্থন করেছেন। পঞ্চমে রয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। পেয়েছেন ৭.৮ শতাংশ ভোটাদাতার সমর্থন। কোন জোটকে ক্ষমতায় দেখতে চান বিহারবাসী? তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এক্ষেত্রে এনডিএ-র পক্ষে ৪০.৯ শতাংশ আর বিরোধী জোটের পক্ষে রয়েছেন ৩৮.৩ শতাংশ ভোটদাতা।
এর আগে আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা সামনে আসে। যদিও সেই সমীক্ষায় বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন নীতীশ কুমার। তাঁর পক্ষে রয়েছেন ৪২ শতাংশ ভোটদাতা। সেখানে পিছিয়ে ছিলেন তেজস্বী।