নয়াদিল্লি: ছ’দিনের ভারত সফরে এসেছেন হবু মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। এরইমধ্যে শনিবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক সারলেন তিনি। এক্স হ্যান্ডলে একথা জানিয়ে জয়শংকর লিখেছেন, ‘ভারত-আমেরিকার সম্পর্ক এবং এর আন্তর্জাতিক তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে।’ গোরকে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন জয়শংকর।
সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে অন্যায্য এবং অযৌক্তিক বলেই দাবি করছে ভারত। যদিও প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে অতিরিক্ত শুল্কের চাপ কমার আশা দেখছে ব্যবসায়ী মহল। এই আবহে এদিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে গোরের নিয়োগে সম্প্রতি ছাড়পত্র দিয়েছে মার্কিন সেনেট। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তার আগেই আমেরিকার ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-সচিব মাইকেল জে রিগাসের সঙ্গে ভারত সফরে এসেছেন তিনি।
এদিকে, ইরানের সঙ্গে তেল কেনাবেচায় যুক্ত থাকার অভিযোগে আট ভারতীয় নাগরিক এবং দশটি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ওয়াশিংটন সূত্রে খবর, ইরানের তেল রপ্তানি থেকে আর্থিক সহায়তা বন্ধ করতে এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত নেটওয়ার্কগুলোকে ভাঙতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।