নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধুনিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ তথা আয়ুষের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আয়ুর্বেদে গবেষণার কাজে উৎসাহ বাড়াতে স্কলারশিপ দিচ্ছে মোদি সরকার। ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির ছাত্র-ছাত্রীদের দু’ দফায় মোট ৫০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে মন্ত্রক। মোট ৩০০ পড়ুয়াকে এই স্কলারশিপ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর থেকে ছাত্রছাত্রীদের আবেদনপত্র জমা নেওয়া হবে। শেষ তারিখ ১৫ নভেম্বর।
আয়ুষ মন্ত্রকের অন্তর্গত সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের (সিসিআরএএস) তৈরি ‘আয়ুষ-৮২’ কিংবা বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রকের গবেষণা সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ড্রাসট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)র তৈরি ‘বিজিআর-৩৪’ নামে ওষুধ মধুমেহ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বলেই প্রমাণিত। সরকারি হাসপাতালে এই দাওয়াই দেওয়াও হয়। একইভাবে আয়ুর্বেদে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া অন্য অনেক রোগ নিরাময় তথা নিয়ন্ত্রণে প্রাকৃতিক গুল্মলতা থেকে তৈরি ওষুধ উপকারে লাগে। সিসিআরএএসের ডিরেক্টর জেনারেল রবিনারায়ণ আচার্য জানিয়েছেন, যুব সমাজকে বৈজ্ঞানিক প্রশিক্ষণ এবং গবেষণায় যুক্ত করে আয়ুর্বেদকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই স্কলারশিপ।