পুলিশ আধিকারিকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, হিলি: ফেসবুক প্রোফাইলে পুলিশ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠল। বালুরঘাটে শহরের সাহেব কাছারি এলাকার এক বেসরকারি সংস্থার কর্মী জ্যোতি বিকাশ দত্ত সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হন। ভুয়ো ফেসবুক প্রোফাইল ব্যবহার করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ফেসবুকে পরিচিত এক পুলিশ আধিকারিকের নামে একটি প্রোফাইল থেকে জ্যোতির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। কয়েকবার তাঁর সঙ্গে কথাবার্তাও হয়। পরবর্তীতে ওই প্রোফাইল থেকে এক সিআরপিএফ জওয়ানের পুরনো আসবাব বিক্রির কথা জানিয়ে যোগাযোগ করা হয়। বলা হয়, ওই জওয়ানের জম্মু-কাশ্মীরে ট্রান্সফার হয়েছে। তাই বাড়ির সমস্ত আসবাব ৮০ হাজার টাকায় বিক্রি করে দিতে চাইছেন। অগ্রিম হিসেবে পুরো টাকা দিতে রাজি হননি জ্যোতি। পরে ১০ হাজার টাকা পাঠান তিনি। তারপরই প্রতারকদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।
শনিবার জ্যোতি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানান, পূর্বপরিচিত ভেবে বিশ্বাস করেছিলেন। পরে বুঝতে পারেন, ওই পুলিশ আধিকারিকের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল। তাই সাইবার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।