ময়নাগুড়ির সাগরদ্বীপ ক্লাবের এবছরের থিম ‘শুদ্ধ সূচি’, খুঁটিপুজো দিয়ে শুরু হল প্রস্তুতি
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শনিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করল ময়নাগুড়ির সাগরদ্বীপ ক্লাব। এবার তাদের পুজোর ৩৫তম বর্ষ। নিজেদের পুজোকে জেলার সেরা করে তুলতে ইতিমধ্যেই ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন। এবছর পুজোর থিম ‘শুদ্ধ সূচি’। পুজোমণ্ডপ তৈরি করছেন শিলিগুড়ির শিল্পী দীপঙ্কর দাস। প্রতিমা তৈরি করছেন ময়নাগুড়ির বুলেট রায়। আলোকশয্যায় রয়েছেন কোচবিহারের উৎপল দাস। ময়নাগুড়ি শহরের ৯ নম্বর ওয়ার্ডে সাগরদ্বীপ ক্লাবের পুজো মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে লাইব্রেরি। যেখানে অসংখ্য পুস্তক থাকবে। বাঁশ, কাঠের তক্তা, টিন, লোহা সহ নানা সামগ্রী দিয়ে এই মণ্ডপ তৈরি করা হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে।
এবছর পুজো কমিটির সভাপতি দীপক সাহা। সহ-সভাপতি তাপস সাহা ও নবনীত পাল। সম্পাদক রয়েছেন অমিতাভ সাহা। সহ-সম্পাদক প্রসেনজিৎ সরকার, বিট্টু মণ্ডল, রনি দাস এবং রাহুল সাহা। কোষাধ্যক্ষ নীলমণি সাহা। সহ কোষাধ্যক্ষ সুজয় রায় ও কমল সরকার।
সাগরদ্বীপ ক্লাবের মণ্ডপের ভিতর প্রবেশ করলে লাইব্রেরির পাশাপাশি দেখা যাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ভাসমান অবস্থায় থাকবে অসংখ্য প্রদীপ। সারা মণ্ডপ জুড়ে হবে আলোর খেলা। পাশাপাশি থিমের উপর সামঞ্জস্য রেখে থাকবে সাউন্ড।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, আমাদের থিম এবছর শুদ্ধ সূচি। অর্থাৎ নিজের অন্তরাত্মাকে শিক্ষার মাধ্যমে জাগ্রত করে সমাজকে আলোকিত করা। শিক্ষার আলোয় আলোকিত করতে বই পড়তেই হবে। সেদিকে আমরা নজর রেখে থিম করেছি। এবছর আমাদের বিগ বাজেটের পুজো। আশা করছি, সমগ্র জেলাবাসীর আমাদের এই পুজো মণ্ডপ পছন্দ হবে। প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। নিজস্ব চিত্র।