• বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক চারদিন বন্ধ
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বন্ধ হতে চলেছে সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। কর্তৃপক্ষ শনিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা ধসে যাওয়ায় মেরামতির জন্য ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা-সিকিম সংযোগকারী সেভক-রংপো এই সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা চারদিন বন্ধ থাকবে বলে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। পাশাপাশি, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন কড়া নজরদারি চালাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ মাইল থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১ কিমি রাস্তার কয়েকটি জায়গায় একাধিক ধস দ্রুত মেরামতির জন্য চারদিন সময় নেওয়া হচ্ছে। সঠিকভাবে মেরামত হয়েছে কি না, দেখার পর যান চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া, রোহিণীর রাস্তাও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে যাতায়াত করতে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি উঠেছে। পর্যটন ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের বর্তমান অবস্থান জানতে চিঠি দিয়েছেন। এবিষয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের সময়ও চেয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন রাস্তা বেহাল থাকা সত্ত্বেও কেন বর্তমান পরিস্থিতি জানানো হচ্ছে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে যাতায়াত করা যানবাহনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েই এই চিঠি। দ্রুত এবিষয়ে আলোচনা না হলে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের দপ্তরে গিয়ে সরাসরি জানতে চাওয়া হবে বলে তাঁরা দাবি করেছেন। পর্যটন ব্যবসায়ীদের তরফে সম্রাট সান্যাল বলেন, আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাস্তার বেহাল অবস্থার বর্তমান পরিস্থিতি জানতে চিঠি দিয়েছি। কিন্তু তারা জবাব দেয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে ধর্নায় বসব।
  • Link to this news (বর্তমান)