সবাই ভোট দিতে পারবে, কাঁকসায় বিজয়া সম্মিলনি থেকে বার্তা শশীর
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, মানকর: পশ্চিম বর্ধমানের প্রতিটি ব্লকজুড়ে শুরু হয়েছে তৃণমূলের বিজয়া সম্মিলনি অনুষ্ঠান। শনিবার কাঁকসা ব্লকের বিজয়া সম্মিলনি অনুষ্ঠিত হল পানাগড়ের একটি ক্লাবের মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নেপাল ঘোড়ুই প্রমুখ। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা হাজির হয়েছিলেন। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এলাকার ৫০ জনকে অনুষ্ঠানে সম্মান জানানো হয়। এসআইআর ইস্যুতে মন্ত্রী শশী পাঁজা বলেন, যাঁরা এত বছর ভোট দিয়েছেন, তাঁরা সামনের নির্বাচনেও ভোট দেবেন।
দলীয় কর্মীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটের আগে জনসংযোগ কীভাবে করতে হবে, তাও কর্মীদের বাতলে দেন নেতারা। এদিন শশীদেবী বলেন, বিজেপি বহু বছর ধরে বাংলাকে জব্দ করার চেষ্টা করছে। কিন্তু, জনতার রায় ওদের পক্ষে যাচ্ছে না। ভোট এলেই বিভিন্ন এজেন্সি চলে আসে সরকার ও দলকে কালিমালিপ্ত করার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। বাংলার জনতাকে আশ্বস্ত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন।
তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমাদের কর্মীরা মার খেয়েও হজম করেছিল। তার ফলও এসেছে। বিজেপির হাত থেকে এই কেন্দ্র আমরা ছিনিয়ে নিয়েছি। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছে। প্রদীপবাবু বলেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বরাদ্দ করেনি। আবাস যোজনার টাকা থেকেও কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করেছে। কিন্তু, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তহবিল থেকে পরিষেবা দিচ্ছেন। তিনি জানান, ব্লকজুড়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা করা হচ্ছে। তাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। • নিজস্ব