• রানিনগরে বাইকের টুলবক্সে অস্ত্র পাচারের চেষ্টা, ধৃত ১
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: বাংলাদেশে পাচারের জন্য বাইকের টুলবক্সে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে রানিনগরের বাবলতলিতে রাস্তায় বাইক দাঁড় করিয়ে দু’টি অস্ত্রসহ এক যুবককে পাকড়াও করে রানিনগর থানার পুলিশ। ধৃতের নাম পাপন শেখ। তার বাড়ি রানিনগরের পুরাতন ডিগ্রি এলাকায়। ধৃতের কাছে থেকে একটি পিস্তল, একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে রানিনগর থানার পুলিশের কাছে খবর আসে, ওই এলাকা দিয়ে বাইকে করে অস্ত্র নিয়ে যাওয়া হতে পারে। এরপরই সেই খবরের ভিত্তিতে বাবলতলি এলাকায় নজরদারি শুরু করে। গভীর রাতে সন্দেহজনক একটি বাইককে দাঁড় করায় পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তরে অসঙ্গতি মেলায় তার শরীরে তল্লাশি চালানো হয়। এরপরে সেখানে কিছু না মেলায় বাইকের টুলবক্স খুলতেই ভিতরে দু’টি অস্ত্র দেখতে পাওয়া যায়। পুলিশের তরফে ধৃতের কাছে ওই অস্ত্রের জন্য প্রয়োজনীয় লাইসেন্স দেখতে চাওয়া হয়। যদিও সে তা দেখাতে পারেনি। এরপরই পুনরায় জিজ্ঞাসাবাদ চালাতেই ধৃত অস্ত্র পাচারের বিষয়টি স্বীকার করে নেয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত কোথায় থেকে ওই অস্ত্র নিয়ে আসছিল, আর কেউ এই কারবারে জড়িত রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)